করোনায় বেহাল মহারাষ্ট্র, আক্রান্ত এক লক্ষ ছুঁই ছুঁই ভারতে
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁই ছুঁই। মাত্র দুই দিনেই আক্রান্ত প্রায় ১০ হাজার,যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৮০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৯ জনের। সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন ২৮ হাজার করোনা আক্রান্ত। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এমনটাই তথ্য পাওয়া গেছে।
ভারতের মধ্যে এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তর সংখ্যা সবথেকে বেশি।মহারাষ্ট্রে ২৫ হাজার ৯২২ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র ধারাভী বস্তিতেই আক্রান্ত ১০০০ জন। মহারাষ্ট্রের পরেই সর্বাধিকের তালিকায় গুজরাট। সে রাজ্যে আক্রান্ত ৯ হাজার ২৬৭ জন। এরপর রয়েছে তামিলনাড়ু। সেখানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২২৭ জন। করোনায় দিল্লির অবস্থাও শোচনীয়। সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৮ হাজার।
করোনা সংক্রমণ রুখতে সারা দেশে জনতা কার্ফুর পর ২১ দিনের লকডাউনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন চলাকালীন করোনা আক্রান্তের সংখ্যা একটুও কমেনি। পরিস্থিতি সামাল দিতে চতুর্থ লকডাউনের ডাক দিয়েছেন মোদি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েই দিয়েছে এইচআইভির মতোই অধরা থেকে যেতে পারে করোনার প্রতিষেধকও।