দেশে করোনা করোনার নতুন ধরন! সাব-ভেরিয়েন্ট BA.2.75 নিয়ে চিন্তিত WHO

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ক্রমশই উদ্বেগের কারণ বাড়িয়ে তুলছে করোনা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা। ভারতে করোনাভাইরাসের আরও একটি নতুন ধরন যা ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’ (BA.2.75 ) পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
‘হু’-এর মহাপরিচালক ত্রেদোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপ-ধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি। গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে চারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।
ভারতে পাওয়া নতুন এ ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা। এই উপ-ধরন কতটা ভয়ংকর তা এখনও স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। তবে গবেষণা চলছে।