fbpx
আন্তর্জাতিক

করোনার উৎপত্তিস্থল চিন, সরাসরি না বললেও অস্বীকারে নারাজ হু

জেনেভা: মার্কিন মুলুকে শাসকদলের পরিবর্তনের সাথে অন্যসুরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু। দেখা দিয়েছে লক্ষণীয় পরিবর্তন। করোনার উৎপত্তিস্থল চিনের ইউহান, এই কথাটি সরাসরি না বললেও তা এবার অস্বীকার করতে নারাজ হয়েছে হু। জেনেভায় এক ভারচুয়াল সভায় হু’র জরুরি বিভাগের বিশেষজ্ঞ মাইক রেয়ন বলেন, চিনে করোনা ভাইরাসের উৎপত্তি হয়নি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে এমন কথা বলা ‘একেবারে অনুমাননির্ভর’ হবে।” তিনি আরও জানান, ‘যেখানে প্রথম মানব সংক্রমণের খবর মিলেছে, সেখান থেকেই তদন্ত শুরু করাটাই স্বাভাবিক। তাই, ইউহানের বাজারে হু’র গবেষকরা তদন্ত করতে যেতে পারেন।’

উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা মহামারী নিয়ে বারবার চিনকে দুষেছেন। করোনাকে ‘চিনা ভাইরাস’ বলেও কটাক্ষ করেছেন তিনি। এমনকী, চিনের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সময় চিনের পাশে দাঁড়ানোর অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও কটাক্ষ করেছেন ট্রাম্প। এবার হু সেই পক্ষপাতিত্বের অভিযোগ ঝেড়ে ফেলতে মরিয়া হু। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিকে চিনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ইউহানে ভাইরাসটি আবিষ্কারের আগেই অন্য দেশে এর অস্তিত্ব ছিল। উদাহরণ হিসেবে আমদানি করা হিমায়িত খাবারের প্যাকেটে এর উপস্থিতির বিষয়টি তুলে ধরা হচ্ছে। এর বাইরে গত বছর ইউরোপে এ ভাইরাস ছড়ানোর বিষয়টি গবেষণাপত্রের উল্লেখ করেও বোঝানো হচ্ছে। কিন্তু তা মানতে নারাজ আন্তর্জাতিক মহল। আর এরই মাঝে করোনা উৎপত্তিস্থলের দায় ভারতের উপর চাপাতে শুরু করেছে বেজিং। নিজেদের চাপ কমাতে গিয়ে চিনের গবেষকদের দাবি করেছেন, ‘২০১৯ সালের গরমকালেই করোনা ভাইরাসের উৎপত্তি। আর সেই উৎপত্তিস্থল ভারত।’ ফলে করোনা ভাইরাসকে ঘিরে পুনরায় নতুন বিতর্ক শুরু হতে চলেছে।

Related Articles

Back to top button
Close