করোনা আক্রান্তকে শনাক্ত করবে মাস্ক
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কেউ মারণ ভাইরাসে আক্রান্ত কিনা, তা শনাক্ত করবে মাস্ক। তৈরি হয়েছে এক অভিনব মাস্ক। সেই মাস্কই জানান দেবে করোনার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির (এমআইটি) বিজ্ঞানীরা যৌথভাবে এক অভিনব ‘মাস্ক’ তৈরি করছেন, যাতে করোনা আক্রান্ত ব্যক্তির নিঃশ্বাস, হাঁচি কিংবা কাশি নিঃসৃত হলেই ফ্লুরোসেন্ট সিগন্যাল তৈরি হয়ে তা আলোকিত হয়ে উঠবে।
ওই গবেষক দল জানিয়েছে যে, ‘এর আগে জিকা ও ইবোলার রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে যে পদ্ধতি ব্যবহার করা হয়েছিল, সেই পদ্ধতি অনুসরণ করেই এবার মাস্ক তৈরি করা হচ্ছে। মাস্কের মধ্যে একটি বিশেষ সেন্সর থাকছে। ওই সেন্সরই ভাইরাসকে শনাক্ত করবে। ভাইরাসে আক্রান্ত হলে রং হলুদ থেকে বেগুনিতে পরিবর্তিত হবে।’
এই ধরণের মাস্কগুলি বিমানবন্দর, ট্রেন স্টেশন, অফিস, হাসপাতাল সহ অন্যান্য স্থানে সংক্রামিত লোকদের শনাক্ত করার ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানা গেছে। তবে এই মাস্ক বাজারে আসতে আরও বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে।