পশ্চিমবঙ্গহেডলাইন
সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মহিলা
পাপ্পা গুহ, উলুবেড়িয়া: ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিলেন করোনা আক্রান্ত মহিলা। মঙ্গলবার রাতে হাওড়ার বাসিন্দা ওই মহিলা সুস্থ সন্তানের জন্ম দেন। জানা গেছে করোনা আক্রান্ত ওই মহিলা কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেলে তাকে ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতালে নিয়ে আসা হলে রাত ৮টা নাগাদ তিনি একটি সুস্থ সন্তানের জন্ম দেন।
এদিকে হাসপাতালে দ্বিতীয় করোনা আক্রান্ত মহিলা সুস্থ সন্তানের জন্ম দেওয়ায় খুশী চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মীরা। প্রসঙ্গত কয়েকদিন আগে ফুলেশ্বরের এই কোভিড হাসপাতালে হাওড়ার আরও এক মহিলা সুস্থ সন্তানের জন্ম দেওয়ার পর দুজনেই করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এছাড়াও গত সপ্তাহে এই হাসপাতাল থেকে ৩৬ জন করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গেছেন।