কালনায় করোনা পজিটিভ আরও ২, পরিবারের সদস্যদের রাখা হল কোয়ারেন্টাইনে
নিজস্ব প্রতিনিধি,কালনা: কালনা-২ ব্লকে সাতগাছি পঞ্চায়েতের নসিপুর গ্রাম। দিন চারেক আগে এই গ্রামের বাসিন্দা এক যুবক মুম্বই থেকে বাড়ি ফেরেন। বর্ধমানে তার সোয়াব টেস্ট করা হয়। শুক্রবার রিপোর্ট আসলে দেখা যায় তার করোনা পজেটিভ। এই এলাকার আরও কয়েকজনকে শনিবার সোয়াব টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। একই ঘটনা কালনা-১ ব্লকের বেগপুর পঞ্চায়েতের ফকিরডাঙায়।
এখানকার এক যুবকও দিন চারেক আগে ট্রেনে করে মুম্বই থেকে বর্ধমান হয়ে বাড়ি ফেরেন। বর্ধমানে তারও সোয়াব টেস্ট হয়। শুক্রবারও তারও টেস্ট রিপোর্ট করোনা পজেটিভ আসে। দুইজনকে দুর্গাপুর কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়।
কালনার বাসিন্দাদের দাবি, যে হারে কালনা মহকুমায় মুম্বই ও অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফিরছেন তাতে আক্রান্তের সংখ্যাটা আরও বাড়লে অবাক হওয়ার কিছু নেই।
কালনা এসিএমওএইচ চিত্তরঞ্জন দাস বলেন, দুই জনের রিপোর্ট হাতে আসার পরই তাঁদের বাড়িতে যাওয়া হয়েছে। আক্রান্তদের দুর্গাপুর কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।