করোনা পজিটিভ ৪, সংশয়ে আলিপুরদুয়ারের ‘গ্রীন জোন’ স্ট্যাটাস
সুমিত কার্যী,আলিপুরদুয়ার: কোভিড ১৯ পজিটিভ রোগের সন্ধান মেলায় উদ্বেগ ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। ৪ জনের করোনা পজিটিভ এসছে বলে জানা যায়। দিল্লীর এইমস থেকে চিকিৎসা করে একটি অ্যাম্বুলেন্স করে ফিরছিলেন ওই চার জন কিন্তু রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে ওই চারজনকে কোয়ারাইন্টিনে পাঠায় জেলা স্বাস্থ্য দফতর। এদিনই তাদের লালা রসের রিপোর্ট এলে করোনা পজেটিভ দেখা যায়।
সূত্রের খবর, এই চার জনের মধ্যে দুই জন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা এবং অন্য দুই জন কোচবিহার জেলার বাসিন্দা।। এত দিন আলিপুরদুয়ার জেলা গ্রীন জোনে ছিল কিন্তু বৃহস্পতিবার চার জনের করোনা পজেটিভ মেলায় আলিপুরদুয়ার জেলায় কোন জোন থাকবে তাই নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছে। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতর। তবে জেলা স্বাস্থ্য দফতরের আধিকর্তারা এই চারজনের নমুনায় কোভিড ১৯ পজিটিভ এসছে তা স্বীকার করেন।