fbpx
কলকাতাগুরুত্বপূর্ণদেশপশ্চিমবঙ্গহেডলাইন

‘আউটসাইড অফ স্ট্যাম্প’ ডেলিভারী, করোনায় কট-বিহাইন্ড ‘দাদার’ পরিবার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার সেই মারণ করোনা ভাইরাস থাবা বসালো ‘দাদা’ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। সূত্রের খবর সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও শাশুড়ির জ্বর ও সর্দি থাকার কারনে তাঁদের করোনা টেস্ট করা হয়েছিল। শুক্রবার সকালেই তাঁদের সেই রিপোর্ট পজিটিভ এসেছে। তবে স্নেহাশিসের স্ত্রী বাপের বাড়িতেই ছিলেন, তিনি বেহালায় বীরেন রায় রোডের বাড়িতে ছিলেন না। কিন্তু তবুও ঘটনাটি সামনে আসার পর থেকেই গঙ্গোপাধ্যায়কে পরিবারকেও গ্রাস করেছে মারণ ভাইরাসের আতঙ্ক। যদিও ঠিক সময়ে চিকিৎসা শুরু হলে এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয় সম্ভব। চিন্তা খালি একটি বিষয়ই যে বয়স্ক মানুষেরা এই মারণ ভাইরাসের বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারছেন না। সেখানে স্নেহাশিসবাবুর শাশুড়ির বয়স ৮০ বছরের আশেপাশে। তাই চিন্তা থেকেই যায়।

Related Articles

Back to top button
Close