fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা থেকে মুক্তি পেতে নিরামিষ ভোজের আয়োজন করল একাধিক গ্রামের মানুষ

গড়বেতা: করোনা থেকে মুক্তি পেতে নিরামিষ ভোজনের আয়োজন করল প্রায় ২১ টি গ্রামের মানুষ । করোনা মুক্ত হতে এর আগে হোমযজ্ঞ করে পুজো দিয়েছেন আতঙ্কিত মানুষ। এবার তার সঙ্গে যুক্ত হল নিরামিষ ভোজন।

পশ্চিম মেদিনীপুর জেলার  গড়বেতার ফতেসিংহপুর গ্রামের ৫৭২ টি পরিবার মঙ্গলবার নিরামিষ আহার খান। সকাল থেকে রাত পর্যন্ত ভাত, মুড়ি না খেয়ে গমের আটার রুটি, পরোটা, লুচি, ছাতু, ময়দার নানা উপকরণ করে খাওয়াদাওয়া করেন গ্রামের ছোট থেকে বড়, এমনকি বৃদ্ধ – বৃদ্ধারাও। অনেকে পুজোও দেন।

সুভদ্রা সার, শিবানী মান্না, বর্ণালী সার সহ গ্রামের অনেকেই বলেন, “আমরা চাই অবিলম্বে করোনা ভাইরাস মুক্ত হোক, সারাদেশে স্বাভাবিক অবস্থা ফিরুক, সেই কামনায় আমরা গ্রামের সকলে সারাদিন নিরামিষ ভোজন করেছি।” গড়বেতা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেবাব্রত ঘোষ বলেন, “করোনার এই পরিস্থিতি থেকে মুক্ত হতে মানুষ এখন নানা উপায় বের করছেন, এটা তারই এক রূপ।

Related Articles

Back to top button
Close