fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে ধূপগুড়ি

নিজস্ব প্রতিনিধি,ধূপগুড়ি: রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে ধূপগুড়ি। তবে প্রশাসনের পক্ষ থেকে সর্তকতা অবশ্যই রাখার অনুরোধ করা হয়েছে। গত ৩০ এপ্রিল ধূপগুড়ি শহরের বামনী ব্রিজ সংলগ্ন এলাকায় ত্রিপুরা ফেরত অ্যাম্বুলেন্স চালককে নিরাপদ দূরত্ব বজায় রেখেই আটক করে ধূপগুড়ি থানার পুলিশ। অ্যাম্বুলেন্সটিকে শিলিগুড়ি পাঠিয়ে দেয়। শিলিগুড়িতে পৌঁছনোর পর জানা যায় ঐ চালকের রিপোর্ট পজিটিভ রয়েছে। নিরাপদ দূরত্ব বজায় রাখলেও এরপরেই দুই অফিসার,সিভিক সহ মোট ১৪ জন ধূপগুড়ি থানার পুলিশ কর্মীকে সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল গত ৪ মে। যার রিপোর্ট এসে পৌঁছেছে জেলা পুলিশের কাছে। সূত্র মারফত জানা গিয়েছে ওই অ্যাম্বুলেন্স চালক বামনী ব্রিজ এলাকায় আসার পর এক মুদি দোকানে দাঁড়িয়ে সামগ্রী কিনেছিল। খবর মিলতেই ওই দোকান মালিক ও দোকানে দাঁড়িয়ে থাকা আরেক ক্রেতাকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তবে তাঁদের সোয়াব রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সুত্রে জানা গিয়েছে,দুই অফিসার সহ ১২ জন পুলিশ কর্মীর সোয়াব টেস্ট করতে পাঠানো হয়েছিল।এক দোকান মালিক ও দোকানে উপস্থিত এক ক্রেতার সোয়াব টেস্টের জন্য পাঠানো হয়েছিল যার রিপোর্ট বৃহস্পতিবার এসে পৌছায়। সেখানে মোট ১৪ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।যার ফলে স্বস্তির নিশ্বাস পড়েছে ধূপগুড়ি শহরে।

Related Articles

Back to top button
Close