করোনা পরিস্থিতি নিয়ে আলিপুরদুয়ারে মিটিং মন্ত্রী গৌতম দেবের
সুমিত কার্যী, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে করোনার সামগ্রীক পরিস্থিতির পর্যালোচনা, পর্যটন দফতরের বিষয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে ডুয়ার্স কন্যায় রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, জেলার শীর্ষ প্রশাসনিক বৈঠক করলেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, পুলিশ সুপার অমিতাভ মাইতি, রাজ্য, ভূমি, ত্রাণ, পুনর্বাসন দপ্তরের চেয়ারম্যান মৃদুল গোস্বামী সহ অন্যান্যরা।
আরও পড়ুন: অভিমানে নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী যুবক
এদিন সাংবাদিকদের পর্যটন মন্ত্রী বলেন, “পর্যটনের ক্ষতিপুরনে কেন্দ্রীয় সরকারের প্রচুর অর্থ দেওয়া দরকার। রাজ্যের ক্ষয়ক্ষতির সামগ্রীক বিষয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে জমা দিচ্ছি। আলিপুরদুয়ার জেলা কোভিড মোকাবিলায় খুব ভালো কাজ করেছে। আলিপুরদুয়ার জেলা গ্রীন জোনে রয়েছে। এই জেলাকে গ্রীন জোনে রাখার জন্য নিরলসভাবে সকলে কাজ করছেন।”