বিশ্বজুড়ে আরও খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি, সতর্ক করল WHO
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আরও খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি। এমনই জানিয়ে দিল WHO. এমনকি WHO ও জানিয়েছে যে, কোনও দেশই যেন করোনা মোকাবিলায় আত্মতুষ্টিতে না ভোগে। ইউরোপে বর্তমানে পরিস্থিতি কিছুটা ঠিক হচ্ছে। কিন্তু সারা বিশ্বে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে জানিয়েছে WHO।
‘হু’ জানিয়ে দিয়েছে যে, মার্কিন মুলুকে কৃষ্ণাঙ্গ হত্যায় বিক্ষোভের আগুনের মধ্যে কোনও ভাবেই যেন সংক্রমণ আরও না ছড়ায়। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে হু বার্তা দিয়েছে যে, যদি কেউ বিক্ষোভে অংশ নেয়, তবে যেন তাঁরা একে অপরের থকে কমপক্ষে ১ মিটার দূরত্বে দাঁড়ায়। মাস্ক পড়ার পাশাপাশি বারেবারে হাত ধোয়ায় কথা বিক্ষোভকারীদের স্মরণ করিয়েছে হু।
ইতিমধ্যেই করোনায় এখন পর্যন্ত বিশ্বে ৭ মিলিয়ন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩ হাজারের।
হু প্রধান জানাচ্ছেন, করোনা আক্রান্তের মধ্যে ৭৫ ভাগই মূলত ১০ টি দেশ থেকে। এরমধ্যে থাকছে দক্ষিণ এশিয়া সহ আমেরিকা।