fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কোভিড সংক্রমণ রুখতে কোভিড টেষ্ট

কৌশিক অধিকারী, কান্দি: কোভিড সংক্রমণ রুখতে এবার তৎপরতা গ্রহন করল কান্দি ব্লক প্রশাসন। সোমবার সকাল থেকে কান্দি পঞ্চায়েত সমিতি ও কান্দি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যশোহরি আনুখা দুই গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় মধুনিয়া উল্লাপাড়া আইসিডিএস সেন্টারে কোভিড ১৯ র‍্যাপিড এন্টিজেন টেস্ট একটি শিবির করা হল।

প্রায় একশো জনের নমুনা সংগ্রহ করা হয় এই শিবির থেকে। মুর্শিদাবাদ জেলাতে দৈনিক বৃদ্ধি হচ্ছে কোভিড আক্রান্ত সংখ্যা তাই কান্দি ব্লকের বিভিন্ন এলাকায় গ্রাম পঞ্চায়েতের ব্যাবস্থাপনায় শিবির করে সাধারন মানুষের এই র‍্যাপিড এন্টিজেন টেষ্ট করা হবে বলে জানানো হয়েছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন কান্দি পঞ্চায়েত সমিতির কৃষি কমার্ধ্যক্ষ গৌরব চ্যাটার্জি ও কান্দি গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আধিকারিক ডাঃ উজ্জ্বল চন্দ্র।

Related Articles

Back to top button
Close