গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন
করোনা পরীক্ষা করা হল লকডাউন অমান্যকারীদের

মিল্টন পাল,মালদা: করোনা আবহে আগষ্ট মাসের পঞ্চম লক ডাউনের দিন করোনা পরীক্ষা করা হল লক ডাউন অমান্যকারীদের। ঘটনাটি ঘটেছে বুধবার মালদার কালিয়াচক থানা এলাকায়। অন্যদিকে জেলার মালদা থানা এলাকায় বাজার খোলা রেখে দেদার বিক্রি করা হল মাছ মংস সব্জী।
মানিকচকে জলপথে যাতে লকডাউন উপেক্ষা করে নৌকা করে মানিকচক ও ঝাড়খন্ডের রাজমহলের মাঝি নৌকা চলাচল না করে সেই কারণেই জলপথে এদিন নজরদারি চালালো মানিকচক থানার পুলিশ। লক ডাউন অমান্য করায় ইতিমধ্যে জেলায় ৫০জনকে আটক করা হয়েছে।
জানা গিয়েছে, করোনা আতঙ্কে দেশ থেকে রাজ্য ও জেলা। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ফলে চলতি মাসের প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাপ্তাহিক লক ডাউন ঘোষনা করে। পর্বর্তীতে তা সপ্তাহে একদিন করা হয়। সেই মত পুলিশকে লক ডাউন অমান্যকারীদের লাঠি হাতে আবার কোথাও কান ধরে উঠবস করতে দেখা গিয়েছে। বুধবার পঞ্চম লকডাউনে লাঠি হাতে দেখা যায়। এদিন কালিয়াচক থানা এলাকায় লক ডাউন অমান্য কারীদের আটক করে তাদের পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে করোনা পরীক্ষা করা হয়।
প্রায় ৭০জনের বেশী জনের এই পরীক্ষা করা হয়। পাশাপাশি তাদের হোম কোয়ারিন্টেনা থাকার নির্দেশও দেওয়া হয়। অন্যদিকে মালদা থানার সাহাপুর এলাকায় মাংস সব্জী মাছের বাজার বসে ঘটা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে বাজার বন্ধ করে দেয়। ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী তুলশী মোড় এলাকায় বাজার খোলা হয়। যদিও পুলিশ গিয়ে তা উঠিয়ে দেয়। লকডাউন উপেক্ষা করেই চলছিল কেনাকাটা। এই পরিস্থিতিতে কিছুটা বেলা গরালে ময়দানে নামে বিশাল পুলিশবাহিনী।
লকডাউন উপেক্ষাকারীদের লাঠিচার্জ করতে দেখা যায় পুলিশকে।এছাড়াও চাঁচল,গাজোল,হরিশ্চন্দ্রপুর সহ জেলার বিভিন্ন জায়গায় সমস্ত দোকানপাট হাট বাজার বন্ধ ছিল। পাশাপাশি মানিকচক গঙ্গা নদী পথে পুলিশ টহল দেয়। যাতে কোন ভাবে মাঝি বা বড়ো নৌকা নিয়ে ঝাড়খন্ড বা অন্য কোথাও থেকে লোক নিয়ে জেলায় প্রবেশ করতে না পারে। সাথে ছিল কড়া পুলিশি প্রহরা। যারা পথে নেমেছিল তাদের নির্দিষ্ট কারণ দর্শানোর কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।শহরে প্রবেশের ক্ষেত্রে সাতটি জায়গায় নাকা পোষ্ট তৈরী করা হয় পুলিশের পক্ষ থেকে।
স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর ইতিমধ্যেই মালদা জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ৪৭০০। সুস্থ হয়েছে ৪১১৩জন ও মৃত্যু হয়েছে সরকারী অনুযায়ী ৩৩জনের। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিচ্ছেন পুলিশ। এরই মধ্যে মুখ্যমন্ত্রী সেপ্টম্বর মাসে তিনদিন লক ডাউন ঘোষনা করেছেন। জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানান, আগে থেকেই ঘোষণা করা হয়েছে লকডাউন। সুতরাং বলা হয়েছিল লক ডাউন অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই মতই ব্যবস্থা নেওয়া হয়েছে।পাশাপাশি গঙ্গা নদীতে পুলিশ কড়া নজরদারি চালিয়েছে।