করোনা: দেশে সুস্থতার হার বাড়ল ৯৩.৭ শতাংশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ অতিমারির আবহে কিছুটা মিলল স্বস্তি। জানা গিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ৪৪ হাজারের উপর নতুন সংক্রমণ-সহ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বুধবার ৯২ লক্ষের গণ্ডি অতিক্রম করল। বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৪,৩৭৬ জন। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ লক্ষ ২২ হাজার ২১৭ জন। সব রাজ্য মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৪,৬৯৯।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৮১ জন মারা গিয়েছেন। কোভিড পরিস্থিতি যখন অনেকটা স্বাভাবিকের দিকে যাচ্ছে বলে কিছুটা স্বস্তি মিলেছিল, ঠিক তখনই নতুন করে গুজরাট, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশে সংক্রমণ ও মৃত্যু হার অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুনঃ মেচেদায় চাঁদের হাট, কেন্দ্রের যুগান্তকারী কৃষি আইনের সমর্থনে বিজেপির মহাসমাবেশ
কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত পর্যন্ত ৮৬,৪২,৭৭১ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে অ্যাক্টিভ আক্রান্ত রোগীর সংখ্যা ৪,৪৪,৭৪৬। কয়েক’টি শহর বাদ দিলে মধ্য-সেপ্টেম্বর থেকে দেশে সার্বিক ভাবে দৈনিক সংক্রমণ কমেছে। একটা সময় দৈনিক সংক্রমণ ৯০ হাজারের গণ্ডি অতিক্রম করেছিল। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমে এসেছে। একটা সময় দেশে ১০ লক্ষের উপর অ্যাক্টিভ করোনা রোগী ছিল। সেখান থেকে নেমে এসেছে ৪.৩৯ লক্ষে। যদিও দেশে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৭ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, বুধবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৯২ হাজার ২১ লক্ষ ৯৯৮। গত ২৪ ঘণ্টায় নয়া আক্রান্ত ৪৪,২৭৬ জন। একদিনে আরও ৪৮৯ জনের মৃত্যু হয়েছে। গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৭৪৩ জন। বুধবার সকাল পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ লক্ষ ৪১ হাজার ৪০৪ জন।