fbpx
দেশহেডলাইন

স্বস্তি দিচ্ছে দেশের নিম্নমুখী সংক্রমণের গ্রাফ, করোনাজয়ী ৭০ লক্ষেরও বেশি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:   স্বস্তি দিচ্ছে দেশের নিম্নমুখী সংক্রমণের গ্রাফ। দেশজুড়ে উৎসবের মরশুমের মধ্যেও নিশ্চিতভাবেই এই পরিসংখ্যান স্বস্তি দেবে সরকারকে। অন্যদিকে সুস্থতার হার নিত্যদিনই নতুন রেকর্ড সৃষ্টি করছে। সবমিলিয়ে করোনা সংকট মোকাবিলায় ক্রমশ উজ্জ্বল নাম হিসেবে উঠে আসছে ভারত। এর অন্যতম কারণ, দৈনিক রেকর্ড হারে করোনা পরীক্ষা, বলছে কেন্দ্র সরকার।

আরও পড়ুন: সন্ধিপুজোই চণ্ডীপুজো

সরকারি পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৫৩ হাজার ৩৭০ জন। যা শুক্রবারের তুলনায় বেশকিছুটা কম। এদিন দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৮ লক্ষ ১৪ হাজার ৬৮২ জন।  তবে তাঁদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭০ লক্ষ ১৬ হাজার ৪৬ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৭ হাজার ৫৪৯ জন। শুক্রবারের তুলনায় সংখ্যাটা সামান্য কমেছে। দৈনিক সংক্রমণের নিম্নমুখী গ্রাফ ও করোনাজয়ীর সংখ্যা, দুই-ই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে অনেকটাই এগিয়ে রাখছে।

 

Related Articles

Back to top button
Close