করোনাকে হারিয়ে বাড়ির পথে ১০১ জন, খুশি চিকিৎসক থেকে স্বাস্থ্য কর্মী
পাপ্পা গুহ, উলুবেড়িয়া: করোনাকে হারিয়ে বাড়ি ফিরে গেলেন ১০১ জন। শুক্রবার দুপুরে হাওড়া জেলার অন্যতম কোভিড হাসপাতাল সঞ্জীবন হাসপাতাল থেকে একে একে সুস্থ হওয়া মানুষেরা বাড়ির পথে রওনা দেন। এদিন সুস্থ হওয়া ১০১ জনের মধ্যে ৫৪ জন মহিলা, ৪২ জন পুরুষ ও ৫ জন শিশু। হাসপাতাল সূত্রে খবর, এই নিয়ে সঞ্জীবন হাসপাতাল থেকে ৩৫৪ জন করোনা আক্রান্ত রোগিকে সুস্থ করে বাড়ি পাঠানো হল। যাদের মধ্যে ২০১ জন পুরুষ, ১৩১ জন মহিলা ও ২২ জন শিশু।
এদিকেএকসঙ্গে এতজন করোনা আক্রান্ত রোগিকে সুস্থ করে তোলা চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের শুভেচ্ছা জানাতে এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন মন্ত্রী ডাঃ নির্মল মাজি, বিধায়ক ইদ্রিস আলি, হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমাশাসক তুষার সিংলা প্রমুখ।
করোনা মোকাবিলায় এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে করোনা আক্রান্তদের সুস্থ করে তোল্য়য় তাদের ভূয়ষী প্রশাংসা করেন মন্ত্রী থেকে বিধায়ক।