
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ফের করোনার বাড়বাড়ন্ত নিয়ে চিন্তায় রাজ্য সরকার। প্রথম, দ্বিতীয় ঢেউয়ের সময়ে ভয়ঙ্কর অবস্থার সামনে পড়েছে রাজ্য। পরবর্তী সময়ে আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। এবার ফের করোনা সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছে। রাজ্যের পাঁচ স্বাস্থ্য-জেলায় বিশেষ নজর রাখার সিদ্ধান্ত নিল স্বাস্থ্যভবন৷ এই পাঁচটি স্বাস্থ্য-জেলা হল পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম, উত্তর ২৪ পরগনা এবং বসিরহাট৷ এই পাঁচটি জেলায় সংক্রমণের হার রাজ্যের অন্য জেলার থেকে সামান্য বেশি।
গত ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত সমীক্ষার পরই জানা যায় রাজ্যের চার স্বাস্থ্য-জেলায় সংক্রমণের হার রয়েছে ০.৫-১.০ শতাংশের মধ্যে৷ পশ্চিম বর্ধমানে ০.৫ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ০.৭৩ শতাংশ, স্বাস্থ্যজেলা নন্দীগ্রামে ০.৭৮ শতাংশ এবং উত্তর ২৪ পরগণায় সংক্রমণের হার ছিল ০.৯৯ শতাংশ৷
স্বাস্থ্য ভবনে করোনা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক হয়৷ সব হাসপাতালকে করোনা আক্রান্ত ব্যক্তির বিষয়ে প্রতিনিয়ত বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশও দিয়েছে স্বাস্থ্য দফতর৷