fbpx
দেশহেডলাইন

করোনার থাবা এবার সিকিমেও, আক্রান্ত দিল্লি ফেরত এক ছাত্র

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে মারন থাবা বসিয়েছে করোনা ভাইরাস। হু হু করে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এতোদিন সিকিমে প্রবেশ করতে পারেনি করোনা। এবার এখানেও থাবা বসাল করোনা ভাইরাস। সঠিক সময় সীমান্ত সিল করে, লকডাউন পালন করে, সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ঠেকিয়ে রেখেছিল সিকিম। কিন্তু দিল্লিফেরত এক ছাত্র শরীরে করোনার জীবাণু নিয়ে হাজির হল সিকিমে। এবার সিকিমের জনগণের বুক দুরুদুরু শুরু।

আরও পড়ুন: ঈদ পালন নিয়ে দিনহাটায় প্রশাসনের সভা

সিকিমে করোনা টেস্ট—এর কোনও ব্যবস্থা নেই। তাই দিল্লি থেকে সিকিমে যাওয়া ওই ছাত্রের লালরসের নমুনা পাঠানো হয়েছিল শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। ওই ছাত্রকে আপাতত রাবাংলার কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। আজই শিলিগুড়ি থেকে সেই ছাত্রে রিপোর্ট এসেছে। তার পরই সিকিমজুড়ে ভয়ের পরিবেশ।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাস থেকে সিকিমে পর্যটক আসা—যাওয়া বন্ধ। অক্টোবর পর্যন্ত সেখানে পর্যটন শিল্প বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। তিন মাস ধরে গ্রিন জোন ছিল সিকিম। কিন্তু এবার সিকিমের প্রশাসনকে নতুন করে ভাবতে বসতে হবে।

Related Articles

Back to top button
Close