পশ্চিমবঙ্গহেডলাইন
করোনার থাবা এবার উলুবেড়িয়া দমকল কেন্দ্রে, আক্রান্ত এক কর্মী

পাপ্পা গুহ, উলুবেড়িয়া: পুরসভা, ব্যাঙ্ক, প্রশাসনিক দফতরের পর এবার উলুবেড়িয়া দমকল কেন্দ্রে হানা দিল করোনা। উলুবেড়িয়া দমকল কেন্দ্র সূত্রে খবর, এক কর্মীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। তাকে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, কয়েকদিন ধরে করোনা আক্রান্ত ওই কর্মীর শরীরে জ্বর সহ নানা উপসর্গ দেখা যাচ্ছিল। সম্প্রতি তার লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। দমকল কেন্দ্র সূত্রে খবর, উলুবেড়িয়া কেন্দ্রের বাকি ৫৫ জন কর্মীরও লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।