fbpx
দেশহেডলাইন

ফের করোনার দাপট! বিমানে উঠতে হলে মাস্ক বাধ্যতামূলক

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: স্বস্তি ফিরেছিল। কিন্তু সুখ বেশিদিন সহ্য হল না। ফের উদ্বেগ বাড়িয়ে হাজির করোনা। ইতিমধ্যে মহারাষ্ট্র, কেরলে মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। সতর্ক করা হয়েছে বেঙ্গালুরুকে। সেই সতর্কের তালিকা থেকে বাদ থাকল না বাংলা। ইতিমধ্যেই পুরসভার তরফ থেকে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলাকে সতর্ক করা হয়েছে।

দেশের কিছু অংশে কোভিড সংক্রমণের সংখ্যা ফের বাড়তে শুরু করায় এবার কড়া পদক্ষেপ করল বিমান মন্ত্রক। বিমানবন্দরে এবং বিমানে মাস্ক আবার বাধ্যতামূলক করা হয়েছে।

সিভিল এভিয়েশন নিয়ন্ত্রক ডিজিসিএ বুধবার জানিয়েছে, যে যাত্রীরা মাস্ক পরার নিয়ম মানতে অস্বীকার করবেন তাঁদের টেক অফের আগে ডি-বোর্ড করা হতে পারে। সিআইএসএফ কর্মীরা মাস্ক বিধি প্রয়োগের দায়িত্বে থাকবেন। বুধবারের আদেশে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন জানিয়েছে, “এয়ারলাইন নিশ্চিত করবে যে বারবার সতর্ক করার পরেও যদি কোনও যাত্রী নির্দেশ না মানেন, তবে টেক অফের আগে প্রয়োজনে তাঁকে ডি-বোর্ড করা উচিত।” ৩ জুনের আদেশে দিল্লির আদালত জানান, মহামারী শেষ হয়নি। ফলে বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছিল আদালত। যাত্রী যদি বার বার মনে করানো সত্ত্বেও বিধি মানতে অস্বীকার করেন, তবে স্বাস্থ্য মন্ত্রক বা ডিজিসিএ নির্দেশিকা অনুসারে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অবাধ্য যাত্রীদের বিমানে উঠতে দেওয়া তো হবেই না, তাঁদের ‘নো-ফ্লাই’ তালিকাতেও রাখা হতে পারে বা পরবর্তী পদক্ষেপের জন্য নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া হতে পারে, জানিয়েছে আদালত।

Related Articles

Back to top button
Close