fbpx
অসমগুরুত্বপূর্ণদেশহেডলাইন

নাগাল্যান্ডে করোনার থাবা! মোট আক্রান্ত ১৮

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার থাবা থেকে নিজেদের বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারল না নাগাল্যান্ড। সেখানেও কামড় বসিয়েছে এই মারণ ভাইরাস। বৃহস্পতিবার আরও নতুন ৯টি করোনা পজিটিভ রিপোর্ট জমা পড়েছে। নতুন আসা রিপোর্টের পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮।

৯ জন আক্রান্তের মধ্যে ৬ জন ডিমাপুর ও ৩ জন কোহিমার বাসিন্দা।
এর আগে বুধবার ৯টি করোনা পজিটিভ-এর রিপোর্ট জমা পড়ে। এদের ৪ জন ডিমাপুর, ১ জন কোহিমা ও বাকি ৫ জন চেন্নাই থেকে এসেছিলেন। এদের মধ্যে ৪ জন ডিমাপুর ও ১ জন কোহিমার বাসিন্দা বলে জানা গেছে।

নাগাল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী এস প্যানন্যু ফোম একটি টুইট করে জানান, আক্রান্তদের চিকিৎসা চলছে। এরা সকলেই কোভিড-হাসপাতাল ডিমাপুর ও কোহিমাতে ভর্তি আছেন।

Related Articles

Back to top button
Close