অসমগুরুত্বপূর্ণহেডলাইন
অসমে করোনার দাপট অব্যাহত, মোট আক্রান্ত ৪০২৬৯

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অসমে বেড়ে চলেছে করোনা আক্রান্তে সংখ্যা। নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬২। এর ফলে মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০২৬৯। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,২৭৭ জন। সুস্থের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৩৫৭। তবে সক্রিয় রোগী রয়েছেন ৯,৮১১ জন।
আরও পড়ুন:আমেরিকায় করোনা ভাইরাসের ওষুধ গবেষণার সহযোগিতায় জামুড়িয়ার মেয়ে শ্বেতা সিং
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যে কোভিড পজিটিভের হার নেমে ৪.৮৫ শতাংশ হয়েছে। শুক্রবার মধ্যরাতে নিজের জানান ২৪ ঘণ্টাত ৩৮,৩২৪ জনের কোভিড টেস্টে নতুন ১৮৬২ জনকে সংক্রমিত বলে চিহ্নিত করা হয়েছে। নতুনদের মধ্যে কামরূপ মেট্রো জেলায় সব চেয়ে বেশি আক্রান্তের সংখ্যা ২০২। কাছাড় ১৪০, শোণিতপুরে ১২৯, ডিব্রুগড়ে ১১৭, নগাঁওয়ে ১১৪ এবং জোরহাট জেলায় ১০৫ জন।