ফের উর্দ্ধমুখী সংক্রমণের গ্রাফ! দেশে একদিনে করোনা আক্রান্ত ৬৭ হাজার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দু’দিন দৈনিক সংক্রমণের সংখ্যাটা ছিল নিম্নমুখী। কমের দিকে ছিল মৃতের সংখ্যাটাও। অনেকেই আশায় বুক বাঁধছিলেন এবার হয়তো করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হতে চলেছে। কিন্তু সেই আশায় জল ঢেলে ফের স্বমহিমায় ফিরে গেল মারণ ভাইরাস। বুধবার অবশ্য ফের বেড়েছে আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে কমেছে সুস্থতার সংখ্যাও। একদিনে এর কবলে পড়লেন ৬৭ হাজারেরও বেশি মানুষ। একদিনে মৃত্যু হল হাজারেরও বেশি মানুষের। সুস্থ হয়েছিলেন ৬৬ হাজারের বেশি মানুষ।
বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ হাজার ১৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে প্রায় সাড়ে ৬ হাজার বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লক্ষ ৩৪ হাজার ৪৭৫ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজারের বেশি মানুষ। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষ ৬৭ হাজার ৭৫৯ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৭ হাজার ২৬৭ জন করোনা রোগী চিকিৎসাধীন।
সংক্রমণের নিরিখে এখনও তৃতীয় স্থানে থাকলেও, প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা এবং ব্রাজিলের থেকে ভারতের দৈনিক সংক্রমণ বৃদ্ধির গতি এখন অনেকটাই বেশি। তাছাড়া মোট সংক্রমণের নিরিখেও ব্রাজিলকে প্রায় ছুঁয়ে ফেলার মুখে ভারত। মঙ্গলবারের মৃতের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৯ হাজার ৪৪৯ জন।
আরও পড়ুন: সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের একাধিক জেলা
ভারতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৩ হাজার ৮২৩ জন। মহারাষ্ট্রে কোভিডে মারা গিয়েছেন ২২ হাজার ৭৯৪ জন। তবে এর মধ্যেই এই রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ১৪ হাজার ৭৯০ জন। অর্থাত্ এই মুহূর্তে মহারাষ্ট্রে অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ২৩৯ জন। আক্রান্তের সংখ্যায় মহারাষ্ট্রের পরেই রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩০৩ জন। মৃত্যু হয়েছে ৬৭২১ জনের। আক্রান্তের সংখ্যায় তিন নম্বরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৬৩৯ জন। মৃত্যু হয়েছে ৩৪৬০ জনের।
চার নম্বরে রয়েছে কর্নাটক। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৮২৬ জন। মৃত্যু হয়েছে ৪৯৫৮ জনের। পাঁচ নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৭ হাজার ৩৮৮ জন। মৃত্যু হয়েছে ৩০৫৯ জনের। ছ’নম্বরে রয়েছে দিল্লি। রাজধানীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৭১ জন। মৃত্যু হয়েছে ৪৩৩০ জনের। মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ ও দিল্লি, এই ছয় রাজ্যেই মোট আক্রান্তের সংখ্যা ২১ লাখ পেরিয়ে গিয়েছে। এই রাজ্যগুলি মিলিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২১ লাখ ২০ হাজার ৫০ জন। এই সংখ্যা দেশের মোট আক্রান্তের ৬৫.৫৫ শতাংশ। এই ছয় রাজ্য মিলিয়ে মোট ৪৫ হাজার ৩২২ জনের মৃত্যু হয়েছে, যা দেশের মোট মৃত্যুর ৭৬.২৪ শতাংশ।