দেশে একদিনে করোনার কবলে ৭৮ হাজার, মোট আক্রান্ত পেরল ৩৬ লক্ষ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের নিরিখে গতকালই বিশ্ব রেকর্ড গড়েছিল ভারত। একদিনে আক্রান্ত হয়েছিলেন প্রায় ৭৯ হাজার মানুষ। এর আগে কোনও দেশে একদিনে এত মানুষ আক্রান্ত হননি। আক্রান্ত বাড়লেও দেশের মৃত্যুহার আরও খানিকটা কমেছে। এই মুহূর্তে দেশে মৃত্যুহার ১.৮০ শতাংশের আশেপাশে। আজও দেশে নতুন সংক্রমণের সংখ্যাটা সেই রেকর্ড ছুঁইছুঁই।
সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৭৮ হাজার ৫১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে সামান্য কম। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লক্ষ ২১ হাজার ২৪৬ জন। পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়েছেন ৬০ হাজারের বেশি হাজারের কাছাকাছি মানুষ। যা খানিকটা স্বস্তি জোগাচ্ছে। ফলে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৭ লক্ষ ৭৪ হাজার ৮০২ জন। তবে দেশে এখনও প্রায় ৭ লক্ষ ৮১ হাজার ৯৭৫ জন করোনা রোগী চিকিৎসাধীন।
দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৪ হাজার ৪৬৯ জন। মোট মৃতের সংখ্যার নিরিখেও এখন তৃতীয় স্থানে ভারত। অন্যদিকে, গতকাল তাৎপর্যপূর্ণভাবে কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। এদিন পরীক্ষা হয়েছে মোট ৮ লক্ষ ৪৬ হাজার। যা আগের তুলনায় প্রায় ২ লক্ষ কম। গত দু’সপ্তাহে টেস্টের সংখ্যা অনেকটা বেড়েছে, তারই প্রতিফলন আক্রান্তের সংখ্যায়। প্রতি ১০ লাখে দেশে আক্রান্ত এখনও মাত্র ২,৫৬৬ জন। যা দুনিয়ার গড়ের (৩,১৬১) চেয়েও কম। এই নিরিখে বিশ্বের ৯০ নম্বরে রয়েছে ভারত।