fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

আসানসোল দক্ষিণ থানায় ফের করোনার থাবা, এবার আক্রান্ত ওসি

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: এবার করোনা আক্রান্ত হলেন আসানসোল দক্ষিণ থানার ওসি অনিন্দ্য দে। আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর জানা গেছে। চিকিৎসকের পরামর্শ মতো, ওসি হোম কোয়ারেন্টাইনে থাকবেন।

জানা গেছে, এদিন আসানসোল পুলিশ লাইনের আরও এক পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে আসানসোল দক্ষিণ থানার মোট ১৩ জন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার করোনায় আক্রান্ত হলেন। এখনো পর্যন্ত আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন আসানসোল দক্ষিণ থানা, রানিগঞ্জ থানা, দূর্গাপুর থানা রানিগঞ্জের পাঞ্জাবিমোড় ফাঁড়ি, সালানপুরের রুপনারায়নপুর ফাঁড়ি, আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়ি সহ একাধিক থানা ও ফাঁড়ি মিলিয়ে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে তিনি ইতিমধ্যেই সুস্থ হয়ে আবার কাজে যোগদান করেছেন।

এদিকে বৃহস্পতিবার আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে ভর্তি থাকা দুজনের লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়াও হাসপাতালের আউটডোরে চিকিৎসা করাতে আসা আরো ৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

Related Articles

Back to top button
Close