করোনা সন্দেহে মৃতদেহ দাহ করতে না দেওয়ায় উত্তেজনা

গোপাল রায়, আরামবাগ: করোনা সন্দেহে এক ব্যক্তির মৃতদেহ দাহ করতে না দেওয়ায় উত্তেজনা। স্থানীয় মানুষজন মৃতদেহটি আটকে রাখে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী। ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার পারের ঘাট শ্মশান এলাকায়। মৃত ব্যক্তির নাম শতদল দত্ত। আরামবাগ পুরাতন বাজার এলাকার বাসিন্দা বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে অসুস্থ ছিলেন। কদিন আগে
আরামবাগের বেলভিউ হসপিটালে তাকে ভর্তি করানো হয়। গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়। এরপরই ওই মৃতদেহকে নিয়ে পাড়েরঘাট শ্মশানে দাহ করার জন্য নিয়ে গেলে স্থানীয় মানুষ জন অভিযোগ করেন মৃত ওই ব্যক্তির করোনা হয়ে মারা গেছেন। তাই দাহ এখানে দাহ করা যাবে না।
এরপরই ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আরামবাগ থানার পুলিশ। পরে জানা যায় ওই ব্যক্তি করোনা মারা যায়নি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সঠিক কাগজপত্র দেখানোর পরেই মৃত দেহ দাহ করতে দেওয়া হয়।