নকল সরষের তেলের কারখানা হদিশ… ভেজাল তেল, স্টিকার উদ্ধার, আটক ২

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: মিলল নকল সরষের তেলের কারখানা হদিশ। ভেজাল তেলের স্টিকার উদ্ধার সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বসিরহাট থানার সংগ্রামপুর এলাকার ঘটনা।
বিশেষ সূত্রে খবর পেয়ে ওই কারখানায় হানা দিয়ে সেখান থেকে বারোশো লিটার সরষের তেল উদ্ধার করে পুলিশ। নামী কোম্পানির স্টিকার লাগিয়ে সরষের তেলের কারবার চালাত জাল ব্যবসায়ীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগ্রামপুরের ব্যবসায়ী প্রভাত কুন্ডু ও তার ভাই প্রসেনজিৎ কুণ্ডু বসিরহাট তেতুলিয়া রোডের পাশে একটি মুদিখানার দোকান খুলে তার আড়ালে ভেজাল সরষের তেলের কারবার চালাতো রাজ্যজুড়ে।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর গেলে বুধবার বিকেল পাঁচটা নাগাদ বসিরহাট থানার পুলিশ এসে ভেজাল তেলের কারখানা সিল করে দেয়। পাশাপাশি অবৈধ কারখানা থেকে নামী কোম্পানির স্টিকার লাগানো বারোশো লিটার নকল সরষের তেল উদ্ধার করে পুলিশ।
ভেজাল সরষের তেল কারখানার দুজন ব্যবসায়ীকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। এই জাল কারবারের পিছনে কোনও
বড় চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ।
ওই ব্যবসায়ীর পরিবারের বক্তব্য আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্বেও আমাদের কারখানা সিল করে দিয়ে প্রচুর তেলের ব্যারেল নিয়ে গেছে পুলিশ।