fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৩৪৫৯, সুস্থ ৩৪৮৭, মৃত ৫২

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে ২৪ ঘন্টায় নতুন সংক্রমণের হদিশ ৩৪৫৯ জনের, সুস্থ হয়েছেন ৩৪৮৭ জন আর মৃত্যু হয়েছে ৫২ জনের। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯২.৯৫ শতাংশে। শনিবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘন্টায় ৩৪৫৯ জন নতুন আক্রান্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭৭৪৪৬ জন। এদিন আরও ৫২ জনের মৃত্যু হওয়ায় রাজ্যে সরকারি হিসেবে মোট করোনায় মৃত্যু ৮৩২২ জনের। ২৪ ঘন্টায় আরও ৩৪৮৭ জন সুস্থের হিসেব ধরলে মোট সুস্থ হলেন ৪৪৪৫৮৭ জন।

এদিনও অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৯৪২ জন, উত্তর ২৪ পরগনাতে ৯৪৮ জন,
হুগলিতে ৩৪২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৭ জন, হাওড়ায় ১৪২ জন, নদিয়ায় ১৯৬ জন, দার্জিলিংয়ে ১১৬ জন সুস্থ হয়েছেন। এদিনও ফের হাসপাতালে রোগীর সংখ্যা কমে গিয়েছে ৮০ জন। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৪৫৩৭ জন।

এখনও পর্যন্ত রাজ্যের ৯৫ টি ল্যাবে মোট করোনা টেস্ট করা হল ৫৭৮৯৫৪৭ জনের। যার মধ্যে ২৪ ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৫১৮৩ জনের। রাজ্যের ১০১ টি কোভিড ডেডিকেটেড হাসপাতাল, ৪৪ টি সরকারি এবং ৫৭ টি বেসরকারি হাসপাতালে মোট ১৩৫০৮ টি বেড আছে, আইসিইউ পরিষেবা রয়েছে ১৮০৯ জনের। ভেন্টিলেটর রয়েছে ১০৯০ টি। তার মধ্যে মাত্র ২৮.০৬ শতাংশ বেডে রোগী ভর্তি আছেন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৮৯৮২২ জন। ছেড়ে দেওয়া হয়েছে ৯৫২৯১৪ জনকে। রাজ্যের ২০০ টি সেফ হোমে ১১৫০৭ টি বেড রয়েছে এবং তাতে ৮২৪ জন রোগী রয়েছেন।

এদিনের মৃত্যু হিসেবে বুলেটিনে জেলাওয়াড়ি তথ্যে জানানো হয়েছে, এদিন রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। তার মধ্যে এ দিন কলকাতায় ১৪ জন, উত্তর ২৪ পরগনায় ৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন এবং হুগলিতে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি নদীয়া ও হাওড়ায় ২ জন করে আর আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং উত্তর দিনাজপুর বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে ১ জন করে আরও ১৭ রোগীর মৃত্যু হয়েছে। এদিন অন্যান্য জেলার সঙ্গে কলকাতায় ৮৯০ জন, উত্তর ২৪ পরগনায় ৮৬৩ জন, দক্ষিণ ২৪ পরগনায় ২৩৬ জন, নদিয়ায় ২৩৮ জন, হুগলিতে ৩৪২ জন, হাওড়ায় ১৬৪ জন আর দার্জিলিংয়ে ১১৪ জনের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

Related Articles

Back to top button
Close