
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: চলেগেলেন বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার কিশোর ভিমানি। করোনায় সংক্রমিত হয়ে গত একমাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন উডল্যান্ডস হাসপাতালে। বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। বয়স হয়েছিল ৭৬ বছর। তাঁর মৃত্যুতে রাজ্য তথা দেশের সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। তিনি রেখে গেলেন স্ত্রী রীতা ভিমানি ও পুত্র গৌতম ভিমানিকে। ‘দ্য স্টেটসম্যান’–এর হয়ে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন কিশোর ভিমানি। সবরকম খেলাতেই তাঁর বিশ্লেষণাত্মক জ্ঞান ছিল বিস্ময়কর।
কয়েক বছর আগে এক সংস্থার পক্ষ থেকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছিলেন তিনি। সেই সময় তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর রবি শাস্ত্রী। সেই সময় শাস্ত্রী জানিয়েছিলেন, ‘আমার মনে পড়ে ইডেনে একটা টেস্টে আমি ভুল শট খেলে আউট হওয়ার পরে ও কীভাবে আমাকে ভর্ৎসনা করেছিল। পরে সেই সন্ধেতেই ওর বাড়িতে আমরা একসঙ্গে পান করেছিলাম। সেই বন্ধন রয়ে গিয়েছে আজও।’
কিশোর বিমানির প্রয়ানে শোকস্তব্ধ ক্রীড়ামহল।