আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন
জাতীয়তাবাদী মনোভাবের জন্য দীর্ঘস্থায়ী হবে মহামারী: WHO

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভ্যাক্সিন নিয়ে জাতীয়তাবাদী মনোভাব পোষণ করলে মহামারী শেষ হবে না। বরং আরও দীর্ঘস্থায়ী হবে।বিশ্ববাসীকে সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রস অ্যাঢানম ঘিব্রিয়েসাস। ভ্যাক্সিন বিতরণ নিয়ে সহজ পন্থার পরামর্স দিলেন তিনি।
তাঁর মতে, এটা খুবই স্বাভাবিক যে, ভ্যাক্সিন আবিষ্কৃত হলে দেশনেতা চাইবেন নিজের দেশের মানু্ষদের সবার আগে ভ্যাক্সিন বিতরণ করতে। কিন্তু মহামারীর হাত থেকে বাঁচার জন্য সঠিক রাস্তা এটা নয়। কিছু দেশের সব নাগরিকের মধ্যে না বিলিয়ে সব দেশের কিছু মানুষের মধ্যে বিলানো উচিত। সকলে মিলে একসঙ্গে হাতে হাত ধরে না কাজ করলে এই মহামারীকে খতম করা যাবে না