করোনায় ফের মৃত্যু হেস্টিংস থানার পুলিশকর্মীর, সপরিবারে আক্রান্ত পূর্ব রেলের এজিএম

অভীক বন্দ্যোপাধ্যায়, কলকাতা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতা ট্রাফিক পুলিশের ইকুইপমেন্ট সেলের অফিসার ইন-চার্জ অভিজ্ঞান মুখোপাধ্যায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ফের মৃত্যু কলকাতা পুলিশে। এবার মৃত্যু হল কলকাতা পুলিশের দক্ষিণ বিভাগের হেস্টিংস থানার কনস্টেবল পদে কর্মরত পুলিশকর্মী কৃষ্ণকান্ত বর্মনের। অন্যদিকে, এবার করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেল পূর্ব রেলের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা এজিএম সঞ্জয় সিং গেহলটের। এদিন ফের রাজ্যে ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের হদিশ মিলল ২৪০৪ জনের, মৃত্যু হল ৪২ জনের এবং সুস্থ হলেন ২১২৫ জন।
অন্যদিকে, পূর্ব রেলের দ্বিতীয় সর্বোচ্চ কর্তা
এজিএম সঞ্জয় সিং গেহলট একা নন, শ্বশুর-শাশুড়ি, তাঁর স্ত্রী ও ছেলেরও করোনা সংক্রমণ মিলেছে। সঞ্জয়বাবু এবং তার স্ত্রী ও ছেলে হাওড়া অর্থোপেডিক হাসপাতালে ভর্তি রয়েছে। শ্বশুর ও শাশুড়ি রেলকর্মী না হওয়ায় বি আর সিং হাসপাতাল থেকে তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রেল সূত্রে খবর, সপ্তাহখানেক আগে তাঁর শ্বশুর, শাশুড়ির কোভিড আক্রান্ত হন। দিন তিনেক আগে আক্রান্ত হন সঞ্জয়বাবু, স্ত্রী ও পুত্র। এজিএমের গাড়ির চালক, আরদালি, বাংলো পিওন সবাইকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। ফেয়ারলি প্লেসের অফিস স্যানিটাইজ করা হয়েছে।