গুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনায় আক্রান্ত বিজেপির বিহার পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবিশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনায় আক্রান্ত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপির বিহার পর্যবেক্ষক দেবেন্দ্র ফড়নবিশ। শনিবার করোনা টেস্টের পর তার রিপোর্ট পজেটিভ আসে বলে জানা গিয়েছে। তারপর থেকেই তিনি নিজেকে আইসোলেশনে নিয়ে যান। এদিন রিপোর্ট আসার পর এই টুইট করে এমনটাই জানিয়েছেন ফড়নবিশ।
তিনি অনুরোধ করেছেন বিগত কয়েক নেতার সংস্পর্শে আসা সবাইকেই করোনা টেস্ট করবার। বর্তমানে বিহার নির্বাচনে দলের পর্যবেক্ষক’ হিসেবে কাজ করে চলেছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বিহার নির্বাচনের জন্য বহুদিন কাজ করে চলেছি, হয়তো ঈশ্বর চান এবার কিছুদিন বিশ্রাম নি, তাই নিজেকে কিছুদিন সবার থেকে আলাদা রাখবো এবং সুস্থ হওয়ার জন্য চিকিৎসকের পরামর্শ মতো চলব। টুইটে এমনই বার্তা দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ।