fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

করোনার টিকা, অগ্রাধিকার পাবেন পূর্ব বর্ধমানের ৩০ হাজার করোনা যোদ্ধা 

প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান:  অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীদের উপরেই করোনার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।  স্বাস্থ্য দফতরের খতিয়ান অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় ‘কোভিড যোদ্ধার’ সংখ্যা ৩০ হাজার।অগ্রাধিকারের ভিত্তিতে কোভিড যোদ্ধা তথা স্বাস্থ্যকর্মী, পুলিশ কর্মীদের উপরেই করোনার টিকা প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।তার জন্য জাতীয় স্বাস্থ্য কমিশনের ম্যানেজিং ডিরেক্টর সৌমিত্র মোহন রাজ্যের জেলা গুলিকে আগামী শুক্রবার মধ্যে ‘ডেটাবেস ’  তৈরি করে ই-মেল করার নির্দেশ দিয়েছিলেন।সেই নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই জেলার কোভিড যোদ্ধাদের নামের তালিকা স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিয়েছেন বলে দিল জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।টিকা খুব দ্রুত টিকা প্রদান শুরু হবে এমনটাই প্রত্যাশা কমছেন কোভিড যোদ্ধারা।

জেলা স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানিয়েছেন ,“আমাদের জেলায় ৩০ হাজার কোভিড যোদ্ধার নাম উঠে এসেছে। তাঁদের তথ্যপঞ্জি একত্র করে স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানাগিয়েছে,করোনার বিরুদ্ধে লড়াইয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাই প্রথম সারির ‘করোনা যোদ্ধা’।পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা-আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তবে শুধু চিকিৎসক-নার্সরাই নয়, তালিকায় কোভিড যোদ্ধা হিসাবে আশাকর্মী, পুর স্বাস্থ্যকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পুলিশ, সরকারি কর্মী এমনকি কো-মর্বিডিটিতে আক্রান্তদের নামও রয়েছে।

 

Related Articles

Back to top button
Close