পশ্চিমবঙ্গহেডলাইন
নবজাতককে নিয়ে করোনা আক্রান্ত মা! সহায়তায় ব্লক প্রশাসন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়া এলাকার এক মা করোনা আক্রান্ত হয়ে দুই নব জাতককে নিয়ে অসহায় অবস্থায় দিন যাপন করছিলেন।মহিলার স্বামী কর্মসুত্রে থাকেন বাইরে। জানা গিয়েছে বেশ কিছুদিন থেকে ওই মহিলা করোনা আক্রান্ত হয়ে ওঠায় তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না নবজাতক সহ নিজের দৈনন্দিন খাবার সংগ্রহ করার।
স্থানীয় ব্লক স্বাস্থ্য আধিকারিকের থেকে এই খবর পেয়ে কুমারগ্রামের বিডিও মিহির কর্মকার মহাষ্টমীর দিন করোনা আক্রান্ত মহিলার বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেন। বিডিও জানান ব্লকের প্রশাসক হিসাবে তিনি তার নৈতিক দায়িত্ব পালন করেছেন।