fbpx
কলকাতাহেডলাইন

কলকাতা শ্রী’র পুরস্কারে কোভিডের ছায়া

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা : পৃথিবী জুড়ে কোভিডের ছায়া। বাদ গেল না কলকাতার দুর্গা পুজোতেও। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় ঘোষনা হল এবারের ‘কলকাতা শ্রী’। পুরসভার প্রশাসক মণ্ডলীর মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম  ভার্চুয়ালি এই ঘোষনা করেন।
চলতি বছরে ৬ টি বিভাগে সেরার পুরস্কার ছাড়াও ছিল সংকট জয়ী পুজো বিভাগ। এছাড়াও সেরা স্বাস্থ্যবিধি মেনে যারা পুজো করবে সেই বিভাগেও পুরস্কার দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। এবারে করোনা আবহের মধ্যেই মর্ত্য জুড়ে চলছে দেবীদুর্গার আরাধনা।
তবে যেহেতু কোভিড পরিস্থিতির মাঝেই দুর্গা পুজোর আয়োজন। তাই এবারে কলকাতা পুরসভার কলকাতা শ্রী’র দুর্গা পুজোর বিচারের ক্ষেত্রেও কোভিড ভাবনাকেও রাখা হয়েছে। সেইমতো পুজোর শিরোপা দেয়ার ক্ষেত্রেও যোগ হয়েছে অনেক নতুন বিভাগ।
এদিন কলকাতা পুরসভায় বিভিন্ন বিভাগে সেরা পুজোর তালিকা ঘোষনা পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, “এ বছর কোভিড পরিস্থিতির সঙ্গে লড়তে হচ্ছে। আমফানের সঙ্গেও লড়তে হয়েছে। পুজোটা যে উৎসাহের সঙ্গে করার ছিল, সেই উৎসাহটা সত্যি সত্যিই আর নেই। আমরা ভার্চুয়ালের মাধ্যমে এই অনুষ্ঠানটা করছি। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে পাড়ায় পাড়ায় যেসব ক্লাব সামাজিকভাবে সাহায্যের জন্য এগিয়েছে, তাদের এ বছর পুরস্কার দিয়েছি”।
কলকাতাশ্রী-২০২০ পুজো প্রতিযােগিতা বিজয়ীদের তালিকা-
সেরার সেরা সমাজ কল্যান পুজো:
কাশী বোস লেন দুর্গা পূজা কমিটি, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, নাকতলা উদয়ন সঙ্ঘ, সুরুচি সঙ্ঘ।
সেরা সমাজ কল্যাণ পুজোর তালিকায় রয়েছে: রাজডাঙা নব উদয়ন সঙ্ঘ, বড়িশা ক্লাব, হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি, টালা পার্ক প্রত্যয়।
সেরা সুরক্ষিত পুজোর তালিকায় রয়েছে: বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীবাসীবৃন্দ, চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব, অজেয় সংহতি, বাবুবাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
সেরা সমাজকল্যাণ বিষয়:- বাদামতলা আষাঢ় সংঘ, কালীঘাট মিলন সংঘ, ২৫ পল্লী খিদিরপুর, শিব মন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতি।
সেরা সতর্কীকরণ বার্তা: আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতি, টালা বারোয়ারি, দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপূজা প্রিয়নাথ মল্লিক রোড, সমাজসেবী সঙ্ঘ।
সেরা পরিবেশ: বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতি, খিদিরপুর পল্লী শারদীয়া, হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটি।
সেরা পরিচ্ছন্ন পূজো: শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব, হাতিবাগান নবীন পল্লী, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রীট ক্লাব, বকুল বাগান সার্বজনীন দুর্গোৎসব।
সেরা সাংগঠনিক পুজো: ৬৬ পল্লী ক্লাব, নলিন সরকার স্ট্রীট সার্বজনীন দুর্গোৎসব, ৪১ পল্লী ক্লাব, কোলাহল গোষ্ঠী দুর্গা পূজা কমিটি।
সেরা সমাজ সচেতন পুজো: বেহালা নতুন দল, মুদিয়ালি ক্লাব, ভবানীপুর ৭৫ পল্লী, অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতি।
এছাড়াও পুরসভার পছন্দের পুজোর তালিকায় রয়েছে: বোসপুকুর তালবাগান সার্বজনীন, বালিগঞ্জ ২১ পল্লী সার্বজনীন দুর্গোৎসব সমিতি, ৭৪ পল্লী সর্বজন্নীন দূর্গোৎসব খিদিরপুর, সিংহী পার্ক সার্বজনীন দুর্গাপূজা কমিটি, যোধপুর পার্ক শারদীয়া উৎসব কমিটি, সংঘশ্রী, ভবানীপুর মুক্ত দল, আলিপুর সার্বজনীন, বিবেকানন্দ স্পোটিং ক্লাব, ২২ পল্লী সার্বজনীন দুর্গাপূজা সমিতি, ভবানীপুর স্বাধীন সঙ্ঘ।

Related Articles

Back to top button
Close