fbpx
গুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

করোনায় মৃত্যু মহিলা পুলিশ কর্মীর, পজেটিভ মৃতার ছেলেও

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: করোনার থাবায় এবার প্রাণ গেলো এক মহিলা পুলিশ কর্মীর। মৃত পুলিশ কর্মীর নাম পপি চৌধুরী (৫৪)। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টার পদে গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর কোর্টে কর্মরত ছিলেন। এ.এস.আই পদমর্যাদার মহিলা পুলিশ কর্মী বুনিয়াদপুর আদালতে কর্মরত থাকলেও কয়েক মাইল দুরত্বে গঙ্গারামপুর থানা কোয়ার্টারে থাকতেন তিনি। এই ঘটনায় জেলার পুলিশ মহলে শোকের ছায়া। করোোনাই আক্রান্ত হয়েছেন মৃৃৃতার ছেলেও।

জেলা পুলিশ সুত্রে জানা গেছে, গত মাসের ১৩ তারিখে লালারস সংগ্রহ করা হয় ওই পুলিশ কর্মীর। ১৬ তারিখ সেই লালারসের রিপোর্ট পজিটিভ আসলে তাকে প্রথমে গঙ্গারামপুর স্টেডিয়ামের সেফ হোমে রাখা হয়। কিন্তু পরবর্তিতে তার শারিরিক পরিস্থিতির অবনতি হলে উন্নত চিক্যিসা পরিষেবার জন্য কয়েকদিন আগে স্বাস্থ্য দফতরের উদ্যোগে বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তার চিকিৎসা চলছিল। দুদিন আগে কোভিড হাসপাতালে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। শিলিগুড়িতে ডাক্তার চেং হাসপাতালে তাকে ভর্তি করা হয়। জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান শিলিগুড়িতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল রাতে সেখানে তার মৃত্যু হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায় চাকরির সূত্রে ছেলেকে নিয়ে গঙ্গারামপুরে সরকারি আবাসনে থাকতেন ওই মহিলা পুলিশ অফিসার। মহিলা পুলিশ অফিসার পপি চৌধুরীর ছেলের লালারসের পরীক্ষা করা হলে তার রিপোর্টও পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন মৃতা পুলিশ অফিসারের ছেলে।
এদিকে এই খবর জেলায় ছড়িয়ে পড়তেই পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Back to top button
Close