fbpx
আন্তর্জাতিকহেডলাইন

করোনায় বদলেছে রীতি-রেওয়াজও! ভারতীয় ‘নমস্তে’ জানিয়ে মার্কেলকে স্বাগত জানালেন ম্যাক্রন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শুধু  আর্থিক কাঠামো নয়, নয় কেবল চিকিৎসা ব্যবস্থাই! করোনার মতো মহামারী বিশ্বে বদলে গিয়েছে অনেক রীতি-রেওয়াজও। আমেরিকান কান্ট্রিগুলোতে কারও সঙ্গে প্রথম দেখা হলে, তারা একে অপরের হাতে হাত মিলিয়ে অভ্যর্থনা জানান। তবে করোনা প্রথম সতর্কতা হল সামাজিক দূরত্ব মানা। কোনও ভাবেই অন্য মানুষকে ছোঁয়া যাবে না। ফলে এই হাত মিলিয়ে গ্রিট করার দিন শেষ।রবিবার   জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকে নমস্তে জানিয়েই স্বাগত জানালেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল  ম্যাক্রন। এরপর তিনি তা নিজের টুইটারেও তুলে ধরেন।

এখন সারা বিশ্বে সবাই শুধু ভারতীয় স্টাইলে ‘নমস্তে’ বলছে। হাত জোড় করে একদম ভারতীয় ছন্দে নমস্কারের জয়জয়াকার সব জায়গায়।

Related Articles

Back to top button
Close