কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন
করোনা আক্রান্ত কলকাতা পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: করোনায় আক্রান্ত হলেন কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য দেবব্রত মজুমদা্র। গতকাল সন্ধ্যায় এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হয়েছেন। দেবব্রতবাবু জানিয়েছেন, জ্বর, সর্দি, কাশির মত করোনার উপসর্গ থাকায় মঙ্গলবার সকালে তিনি করোনার র্যাপিড এন্টিজেন পরীক্ষা করান। পাশাপাশি আরটি পিসিআর পরীক্ষার জন্যও তার নমুনা সংগ্রহ করা হয়। র্যাপিড টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে। তার উচ্চরক্তচাপ, কোলেস্টোরল ও শর্করাজনিত সমস্যা থাকায় তিনি দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন। এম আর বাঙ্গুর এর সুপার ডাক্তার শিশির নস্কর জানিয়েছেন, দেবব্রত মজুমদারের শারীরিক অবস্থা স্থিতিশীল।