fbpx
ক্রিকেটখেলাহেডলাইন

IPL শুরুর আগেই ধাক্কা! আক্রান্ত রাজস্থান রয়ালসের ফিল্ডিং কোচ দিশান্ত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ আইপিএল শুরুর আগেই করোনার থাবা রাজস্থান শিবিরে। করোনা আক্রান্ত হলেন রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক। বুধবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভি এসেছে বলে জানা গেছে। আইপিএল এর জন্য আগামী সপ্তাহেই আরব-আমিরশাহি উড়ে যাওয়ার কথা সব দলের ক্রিকেটারদের। তার আগে মুম্বইয়ে একত্রিত হওয়ার কথা ছিল রাজস্থান রয়্যালস দলের ক্রিকেটারদের। তার আগে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের করোনা পরীক্ষা করানো হয়েছিল। ফিল্ডিং কোচের করোনা আক্রান্তের খবরের পর উদ্বিগ্ন RR ফ্যানেরা।

গোটা বিষয়টি টুইট করে জানানো হয়েছে রাজস্থান রয়ালসের পক্ষ থেকে।

উল্লেখ্য আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুবাইতে শুরু হচ্ছে আইপিএল। এই টুর্নামেন্ট চলবে ২০ নভেম্বর পর্যন্ত। টুর্নামেন্ট চলাকালীন বিবিধ  স্বাস্থ্যবিধির মধ্যে দিয়ে চলতে হবে ক্রিকেটারদের।

 

Related Articles

Back to top button
Close