fbpx
হেডলাইন

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  করোনভাইরাসে আক্রান্ত প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বাংলা সিনেমার প্রবাদপ্রতীম এই অভিনেতা। এর আগে অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার এবং নির্দেশক রাজ চক্রবর্তী সহ টেলি দুনিয়ার অনেক অভিনেতা ও অভিনেত্রীরাও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ।

আরও পড়ুন: ৬১ হাজারে নামল দৈনিক সংক্রমণ, কমছে মৃত্যুও

আশা করা যাচ্ছে বর্ষীয়ান অভিনেতাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফ্লোরে ফিরবেন। করোনার লকডাউনের নিয়মাবলী কিছুটা শিথিল হতেই তিনি শ্যুটিং ফ্লোরে ফিরেছিলেন। সেই সময় তিনি চারপাশের পরিবেশ নিয়ে যথেষ্ট আতঙ্কিত বলে জানিয়েছেন। পরিবারের তরফে এই বিষয়ে বিশদে কিছু বলা হয়নি। এর আগেও টলিউডে হানা দিয়েছে করোনাভাইরাস। অভিনেত্রী কোয়েল মল্লিকের পরিবার, চিত্র পরিচালক রাজ চক্রবর্তী-সহ অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে তাঁরা প্রত্যেকেই কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। বাংলা সিনেমার পাশাপাশি টেলিভিশনের অভিনেতা ও কুশীলবরাও আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ।

Related Articles

Back to top button
Close