fbpx
হেডলাইন

রাজ্যে ফিরহাদের উপরেই হতে পারে কোভ্যাক্সিনের প্রথম প্রয়োগ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কলকাতায় পরীক্ষামূলক প্রয়োগের জন্যে আহ্বান করা হয়েছে কলকাতা পুরসভার প্রশাসক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। তিনি তাতে অত্যন্ত সদর্থকভাবেই সাড়া দিয়েছেন। ফলে সব ঠিকঠাক থাকলে ফিরহাদ হাকিমের উপরই ওই টিকা এখানে প্রথম প্রয়োগ হতে পারে।

অক্সফোর্ডের টিকার ব্রিটেন ও ব্রাজিলের ট্রায়ালের অন্তর্বর্তী ফল বেরিয়েছে সোমবার। তাতে সবমিলিয়ে ৭০% পর্যন্ত সাফল্য দাবি করা হয়েছে। অপরদিকে, রাশিয়ার টিকা ৯৫% সফল বলে মঙ্গলবার দাবি করেছে ভ্লাদিমির পুতিনের দেশ। আবার ভারতে কোভিশিল্ডের চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল শেষ হওয়ার কথা চলতি মাসের শেষেই। শেষ ধাপের ট্রায়াল চলছে ভারত বায়োটেকের কোভ্যাক্সিনেরও। আর তারই অঙ্গ হিসেবে কলকাতায় এল কোভ্যাক্সিনের ১ হাজার টিকা। পুরোটাই পরীক্ষামূলক কারণে আনা হয়েছে।

Related Articles

Back to top button
Close