fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণহেডলাইন

করোনা মনুষ্যসৃষ্ট নয়, ফের চিনের হয়ে সাওয়াল ‘হু’-য়ের?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: উহানের কোন লাইভে তৈরি হয়নি করোনা ভাইরাস। এটি পশুর শরীর থেকেই এসেছে বলে ফের দাবি করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।  যদিও বেশ কিছুদিন আগে করোনার ভাইরাস মানুষের সৃষ্টি। এটি চিনের ইউহানের একটি ল্যাবে তৈরি হয়েছে। বিজ্ঞানীমহলের একাংশ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  এই দাবি খারিজ করে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । তাঁদের দাবি করোনা ভাইরাস কোনও গবেষণাগারে তৈরি হয়নি। সম্ভবত কোন প্রাণীর শরীরেই এর উৎপত্তি। তবে, জিন বদলে ভাইরাসটি মানুষের শরীরে সংক্রমণের ক্ষমতা কীভাবে তৈরি করল, তা এখনও অস্পষ্ট।

WHO তা মানতে নারাজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাফ কথা, যাবতীয় প্রমাণ এবং পরিস্থিতি বিচার করলে বোঝা যায় এই ভাইরাসটি কোনও গবেষণাগারে তৈরি হয়নি। মঙ্গলবার WHO-এর মুখপাত্র ফাদেলা চেইব জানিয়েছেন,”সমস্তরকম তথ্য বলছে এই ভাইরাসটি কোনও পশুর শরীরে তৈরি হয়েছে। এবং এটিকে কোনও গবেষণাগারে তৈরি করা হয়নি।”

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close