fbpx
অন্যান্য খেলাফুটবলহেডলাইন

শনিবার কোয়ার্টার ফাইনালে বায়ার্নের মুখোমুখি মেসিরা, তার আগেই করোনা আতঙ্ক বার্সা শিবিরে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ  লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে নামার ৪৮ ঘণ্টা আগে বার্সিলোনার শিবিরে আচমকাই করোনা–হানা। মেসির দলের এক ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। ক্লাবের তরফে বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স লিগে যে দল যাচ্ছে, তার কোনও ফুটবলারের সঙ্গে আক্রান্ত ফুটবলারটি সংস্পর্শে আসেননি। ফলে চ্যাম্পিয়ন্স লিগের সূচি সময়মতোই হবে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ, ভ্যালেন্সিয়ার পর এবার বার্সার খেলোয়াড় আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে স্পেনে।

আক্রান্ত ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। তবে জানানো হয়েছে, প্রাক–মরশুমের অনুশীলন চালু করতেই তিনি ট্রেনিং গ্রাউন্ডে এসেছিলেন। তার আগেই বার্সার দল চ্যাম্পিয়ন্স লিগের অনুশীলন সেরে ফেলেছে। যে ন’‌জন প্রাক–মরশুম অনুশীলনে যোগ দিয়েছিলেন তাঁরা হলেন:‌ পেদ্রি, ত্রিনকাও, ম্যাথেউস ফার্নান্ডেজ, জাঁ–ক্লেয়ার তোডিবো, মৌসা ওয়াগ, কার্লস অ্যালেনা, রাফিনহা, জুয়ান মিরান্ডা এবং ওরিওল বাসকোয়েটস। এর মধ্যেই কারোর করোনা হয়েছে। প্রত্যেকেই হোম আইসোলেশনে রয়েছেন। নিয়মিত পরীক্ষা করা হবে। যাঁরা এঁদের সংস্পর্শে এসেছেন তাঁদেরও পরীক্ষা হবে। তবে কারোর দেহেই উপসর্গ দেখা যায়নি। প্রত্যেকেই সুস্থ রয়েছেন।

Related Articles

Back to top button
Close