দুই বৃদ্ধের রিপোর্টে নেগেটিভ, ঘোষণা দুর্গাপুর মহকুমা প্রশাসনের
জয়দেব লাহা, দুর্গাপুর: অবশেষে সস্তি পেল শহর দুর্গাপুর। বেসরকারী পরীক্ষাগারে কোভিড-১৯ আক্রান্ত দুই বৃদ্ধের সরকারি রিপোর্টে নেগেটিভ। এমনটাই জানালেন দুর্গাপুর মহকুমা প্রশাসন।
উল্লেখ্য, গত রবিবার দুর্গাপুর শহরে সিআর দাস ও নিউটন এলাকার দুই বৃদ্ধের এক বেসরকারী হাসপাতালে কেভিড-১৯ পজেটিভ আসে। খবর চাউর হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। পাশাপাশি প্রশাসনিক তৎপরতা শুরু হয়। আক্রান্ত দুজনকে করোনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এবং তাদের বাড়ী এলাকা স্যানিটাইজেশনের পাশাপাশি সিল করে দেওয়া হয়। মঙ্গলবার বিকালে মঙ্গল খবর আসে। দুর্গাপুর মহকুমাশাসক অনির্বান কোলে জানান,” ওই দুজনের পুনরায় লালারস পরীক্ষা করা হয়। তাতে কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে।” যদিও ডিসি অভিষেক গুপ্তা জানান,” সস্তি খবর হলেও সকলকে সতর্ক ও সাবধানতা অবলম্বন করতে হবে। সামাজিক দুরত্ব বজায়ের পাশাপাশি, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”