খড়গপুর-আদ্রা লাইনে ট্রেন চালুর দাবিতে গড়বেতা স্টেশনে বিক্ষোভ সিপিএম-এর

সুদর্শন বেরা, পশ্চিম মেদিনীপুরঃ কেন্দ্র সরকারের সঙ্গে রাজ্য সরকার আলোচনার পর রাজ্যে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন চালু হলেও পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আদ্রাগামী কোনও ট্রেন চালু করা হয়নি। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার সাধারণ মানুষ দের।তাই শনিবার আদ্রা,গড়বেতা খড়গপুর লাইনে ট্রেন চালু করার দাবিতে গড়বেতা স্টেশনে বিক্ষোভ দেখালো সিপিএম দলের ছাত্র সংগঠন এসএফআই ও যুব সংগঠন ডিওয়াইএফআই ।
এছাড়াও এই দিন ট্রেন চালু করার দাবি নিয়ে SFI ও DYFI সংগঠনের পক্ষ থেকে ADRM কে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবনেতা দেবব্রত সিংহ, সরফরাজ খান, সোহরাব আলী, জিয়াউল খান সহ একাধিক সংগঠনের কর্মীরা।তাদের দাবি দ্রুত ট্রেন চালানোর ব্যবস্থা করা না হলে তারা আগামীদিনে লাগাতার আন্দোলন কর্মসূচি শুরু করতে বাধ্য হবে।তবে রেল কর্তৃপক্ষ তাদের বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছে ওই দুটি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।