fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রতিবাদের, সিপিএমের বাসন্তী হাইওয়ে মিছিল

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: কেন্দ্রের কৃষক বিরোধী বিল প্রতিবাদের বসিরহাট মহাকুমার হাসনাবাদ ব্লক ভেবিয়া বাস স্ট্যান্ড থেকে মালঞ্চ বাসন্তী হাইওয়ে মিনাখা বাজার পর্যন্ত কুড়ি কিলোমিটার মিছিল বাইক রেলি সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই এর বাইক রেলি মিনাখা ব্লকের সিপিআইএম এরিয়া কমিটি নেতা দিলীপ রায় ও প্রদ্যুৎ রায় নাজিমুল লস্কর এর নেতৃত্বে মিছিল শুরু হয়। আজ মঙ্গলবার বেলা বারোটা থেকে বাইকর‍্যালি শুরু করে ।

আরও পড়ুন: অতিরিক্ত বৃষ্টিতে রোগ পোকার হানা আমন ধানে, ক্ষতির আশঙ্কায় মাথায় হাত চাষীদের

মূলত তাদের দাবি কেন্দ্র সরকার একতরফাভাবে কৃষক বিরোধী বিল পাস ও রাজ্যসভার সাংসদ বহিষ্কার করা, এই বিল পাস হওয়ার ফলে পড়ে দালালদের হাতে চলে যাওয়া জীবন-জীবিকা। কৃষক সমাজের কাছে আগামী দিনে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়তে পারে কৃষকরা। পাশাপাশি বেকারত্বের কাজের দাবি , পরিযায়ী শ্রমিক দের যোগ্যতা অনুযায়ী তাদের বিভিন্ন কর্মস্থলে কাজের দাবি সহ বেশকিছু অন্যান্য দাবি নিয়ে আজ বিশেষ করে মূলত মালঞ্চ রোড ও কলকাতা-বাসন্তী হাইওয়েতে মিছিল শেষ হয় ।তারপর সেখানে গিয়ে একটি পথসভা হয় এই মিছিলে অংশগ্রহণ করেন কৃষকরাও।

Related Articles

Back to top button
Close