fbpx
খেলাফুটবলহেডলাইন

রেনেসাঁর মাটি ছেড়ে এবার প্যারিস সাঁজার ‘বোনাপার্ট’ হয়ে উঠবেন কি পর্তুগিজ স্ট্রাইকার? জল্পনা তুঙ্গে

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ  জুভেন্তাস ছেড়ে এবার প্যারিসের পথে পা বাড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবছরে  দামী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চলতি বছরে। তারপরেই জানা যাচ্ছে এবার পিএসজিতে যেতে পারেন সিআরসেভেন। এমনই জল্পনা  ছড়িয়েছে। চ্যাম্পিয়ন্স লিগে পরপর দু’‌বছর দলের খারাপ পারফরম্যান্সের কারণেই জুভেন্তাস ছাড়ার কথা ভাবছেন রোনাল্ডো। সূত্রের খবর, শীঘ্রই এই বিষয়ে রোনাল্ডোর এজেন্ট জর্জ মেন্ডিস কথা বলবেন পিএসজি কর্মকর্তাদের সঙ্গে।

টানা ন’‌বার সিরিএ জিতলেও ২০১৫ সালের পর প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটেও উঠতে পারেনি তুরিনের ক্লাবটি। রোনাল্ডোর জোড়া গোলে লিঁও–র বিরুদ্ধে ফিরতি ম্যাচ জিতলেও অ্যাওয়ে গোলের বিচারে ছিটকে গিয়েছেন রোনাল্ডোরা। যদিও চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৩৭টি গোল করে এক মরশুমে জুভেন্টাসের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়েছেন। তাই চলতি বছরে ক্লাবের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের প্রি–কোয়ার্টার ফাইনাল থেকে দল ছিটকে যাওয়ায় অখুশি রোনাল্ডো। তাঁর চির প্রতিপক্ষ মেসির বার্সিলোনা চলে গিয়েছে শেষ আটে। তাই জুভেন্টাস ছাড়ার কথা ভাবছেন পর্তুগিজ তারকা। জল্পনা আগামী কয়েকদিনের মধ্যেই পিএসজি–র স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনায় বসবেন তাঁর এজেন্ট। সেখানেই ঠিক হতে পারে রোনাল্ডোর ভবিষ্যৎ। এদিকে রোনাল্ডোকে নিলে হয়ত নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি।

Related Articles

Back to top button
Close