বান্ধবী জর্জিনাকেই বিয়ে করতে চলেছেন রোনাল্ডো? জল্পনা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্কঃ এবার কি জর্জিনা রডরিগেজের সঙ্গেই বিয়ের বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন সি আর সেভেন। রোনাল্ডোর বর্তমান বান্ধবী জর্জিনা রডরিগেজ তাঁর সন্তানেরও মা৷ ২০১৭ -র ১২ নভেম্বর রোনাল্ডোর ছোট মেয়ে আলানা মার্টিনা -রোনাল্ডো ও জর্জিনার সন্তান৷
এর আগেও একাধিকবার এই প্রেমিক-প্রেমিকার চিরবন্ধনের খবর সামনে এসেছে কিন্তু কোনওদিনও সেটা বাস্তব হয়নি ৷ এই যুগল নিজেদের প্রেমের খোলামেলা প্রদর্শন সোশ্যাল মিডিয়ায় বিন্দাস করেন৷ তবে এবার গুঞ্জনকে ফের উস্কানি দিলেন খোদ জর্জিনা রডরিগেজ৷
View this post on Instagram
Grande es aquel que para brillar no necesita apagar la luz de otros 🌅…❤️ #love #goodvibes
ইতালিতে চুটিয়ে উইকএন্ড কাটানোর একের পর এক ছবি পোস্ট করেছিলেন, তারমধ্যে একটি ছবি নিয়ে জল্পনা তুঙ্গে৷ যে ইয়টের ওপর রোনাল্ডোর বান্ধবীকে রোদ পোহাতে দেখা গেছে সেখানে তাঁর রিং ফিঙ্গারে একটি বিশালাকৃতি হীরের আংটি দেখা গেছে ৷