fbpx
কলকাতাহেডলাইন

টালা ট্যাঙ্কে ফাটল… পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে দুদিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: টালা ট্যাঙ্কের ফাটল ধরা পাইপে মেরামতির জন্য শনিবার ও রবিবার উত্তর ও মধ্য কলকাতায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। গত রবিবার টালার কাছে নীলমণি মিত্র রো’র কাছে পাইপে ফাটল ধরা পরে। শনিবার সারাইয়ের কাজ শুরু হবে, চলবে রবিবার সকাল পর্যন্ত। তবে সকালের নিয়মিত জল সরবরাহ স্বাভাবিক থাকবে বলে পুর সভা সূত্রে জানানো হয়েছে। যার প্রভাব পড়বে উত্তর-মধ্য এবং পূর্ব কলকাতা বিস্তীর্ণ অঞ্চল।

আরও পড়ুন: বুথ যার, ক্ষমতা তার! একুশের গেমপ্ল্যান বিজেপির

গত রবিবার ওই পাইপ ফেটে গিয়ে বিপত্তি ঘটেছিল। জল মগ্ন হয়ে যায় ওই এলাকা এবং জল ঢুকে পড়েছিল আরজিকর হাসপাতালেও। তখন পোর্টেবল পাম্প চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছিল। মঙ্গলবারেই জানানো হয়েছিল এই পাইপ মেরামতির কাজ হবে শনিবার এবং তার জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। জল সরবরাহ বন্ধ থাকবে কাশিপুর বেলগাছিয়া শ্যামবাজার মানিকতলা জোড়াবাগান বেলেঘাটা বড়বাজার গিরিশ পার্ক শিয়ালদা মৌলালি পাক সার্কাস অঞ্চল। উত্তর এবং মধ্য কলকাতার পাশাপাশি দক্ষিণ কলকাতার একাংশে জল সরবরাহ ব্যাহত হবে। এর প্রভাব পড়বে দক্ষিণ দমদম এবং সল্টলেকেও বলে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close